দেশের প্রয়োজনে ড. ইউনূসকে সব দলের সহযোগিতা করা উচিত: আবু হানিফ

প্রথম পাতা » কিশোরগঞ্জ » দেশের প্রয়োজনে ড. ইউনূসকে সব দলের সহযোগিতা করা উচিত: আবু হানিফ
শনিবার, ৫ এপ্রিল ২০২৫



দেশের প্রয়োজনে ড. ইউনূসকে সব দলের সহযোগিতা করা উচিত: আবু হানিফ

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, দেশের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সব দলের সহযোগিতা করা উচিত। তিনি ক্ষমতায় থেকে দেশকে স্থিতিশীল করে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপর নির্বাচন দেওয়া হোক।

শুক্রবার কিশোরগঞ্জ জেলা শহরে গণঅধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ ও দলীয় প্রতীক ট্রাক মার্কার গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন।

লিফলেট বিতরণ শেষে পুরান থানায় এক সংক্ষিপ্ত বক্তব্য আবু হানিফ বলেন, আমরা গণঅধিকার পরিষদ ২০২১ সালে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য জন্য ২১ দফা ঘোষণা করেছি। স্বাধীনতার ৫৩ বছরে এই দেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি। আমরা তরুণদের নিয়ে দেশের বিদ্যমান রাজনীতি সংস্কৃতির পরিবর্তন করতে চাই। দেশের রাজনীতির গুনগত পরিবর্তনের জন্য তরুণ মেধাবীদের রাজনীতিতে আসতে হবে।

তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে। ড.ইউনূস স্যারের নেতৃত্বে এই সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকার বিগত সময়ে লুটপাট অর্থ পাচার করে দেশকে দেউলিয়া করে দিয়েছিল। বর্তমান সরকার সেখান থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ দেশের পাচার হওয়া অর্থ দেশের বিরুদ্ধে ব্যবহার করছে। তারা টাকা বিনিয়োগ করে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। যারা ড.ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তারা আওয়ামী লীগের দোসর।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদারসহ জেলার নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৪৬   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


ভৈরবে একযোগে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা
শাপলা প্রতীক পেতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে এনসিপি
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওড়ের মৎস্যসম্পদ ক্ষতির সম্মুখীন - মৎস্য উপদেষ্টা
ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি : আখতার
কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী ফল মেলা শুরু
দেশের প্রয়োজনে ড. ইউনূসকে সব দলের সহযোগিতা করা উচিত: আবু হানিফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ