রিশাদের দলের বিপক্ষে নেমেই পিএসএলে ইতিহাস গড়লেন হোল্ডার

প্রথম পাতা » খেলাধুলা » রিশাদের দলের বিপক্ষে নেমেই পিএসএলে ইতিহাস গড়লেন হোল্ডার
শনিবার, ১২ এপ্রিল ২০২৫



রিশাদের দলের বিপক্ষে নেমেই পিএসএলে ইতিহাস গড়লেন হোল্ডার

বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের জন্য পিএসএলে এবারে বিশেষ নজর থাকছে লাহোর কালান্দার্সের দিকে। দুইবারের পিএসএল চ্যাম্পিয়নদের ডেরায় আছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। আগ্রহের জায়গাটা সেখানেই। যদিও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে রিশাদ হোসেন জায়গা পাননি একাদশে। তার দলও হেরেছে ম্যাচটা।

ম্যাচের বড় নাম জেসন হোল্ডার। উদ্বোধনী ম্যাচে লাহোরের আবদুল্লাহ শফিকের ৬৬ রান কিংবা ইসলামাবাদের কলিন মুনরোর ৫৯ রান ছাপিয়ে বড় ছিল ক্যারিবিয়ান পেসারের ২৬ রানে ৪ উইকেট শিকারের ঘটনা। লাহোর কালান্দার্সকে ১৩৯ রানে আটকে রাখার মূল কৃতিত্বটা জেসন হোল্ডারেরই।

গতকালই প্রথমবার পিএসএলে খেলতে নামা জেসন হোল্ডার তার দুর্দান্ত বোলিং ফিগারের সুবাদে গড়েছেন নতুন রেকর্ড। পিএসএলে নিজের অভিষেক ম্যাচে যেকোন বিদেশি খেলোয়াড় সাপেক্ষে সেরা বোলিং ফিগার এখন ক্যারিবিয়ান এই পেসারের। এর আগে আরও তিনজন নিজেদের অভিষেক ম্যাচে ৪ উইকেট শিকার করলেও তারা প্রত্যেকেই ছিলেন পাকিস্তানি।

জেসন হোল্ডারের আগে পিএসএল অভিষেকেই ৪ উইকেট ছিল মোহাম্মদ নাওয়াজ, উমাইদ আসিফ এবং আরিশ আলী খানের। অবশ্য বোলিং ফিগার বিবেচনায় জেসন হোল্ডারের গতকালের বোলিং ফিগার থাকছে তৃতীয় স্থানে। সবার ওপরে আছেন নাওয়াজ।

পিএসএল অভিষেকে সেরা বোলিং ফিগার

১৩/৪ - মোহাম্মদ নাওয়াজ (কোয়েটা গ্ল্যাডিয়েটর্স), প্রতিপক্ষ - ইসলামাবাদ ইউনাটেড
২৩/৪ - উমাইদ আসিফ (পেশোয়ার জালমি), প্রতিপক্ষ - ইসলামাবাদ ইউনাইটেড
২৮/৪ - আরিশ আলি খান (কোয়েটা গ্ল্যাডিয়েটর্স), প্রতিপক্ষ - করাচি কিংস
২৬/৪ - জেসন হোল্ডার (ইসলামাবাদ ইউনাইটেড), প্রতিপক্ষ - লাহোর কালান্দার্স

গতকালের ম্যাচে হোল্ডারের পাশাপাশি ইসলামাবাদের বোলিংয়ে বড় ভূমিকা রেখেছিলেন অধিনায়ক শাদাব খান। ৩ উইকেট শিকার করে রেকর্ডবুকে নাম তুলেছেন তিনিও। পিএসএল ইতিহাসে মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসেবে ৭বার একই ইনিংসে ৩ বা এর বেশি উইকেট শিকার করেছেন শাদাব।

বাংলাদেশ সময়: ১৬:৫২:২৫   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রিজানের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন বাংলাদেশ
নবাগতদের জ্বলে ওঠার দিনে ম্যানসিটি-আর্সেনালের জয়
এবার শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করতে যাচ্ছে ভারত
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ
ডি পল-সুয়ারেজ নৈপুণ্যে নকআউট পর্বে মেসিবিহীন মায়ামি
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম
ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
কোপায় কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের নবম শিরোপা জয়, টানা পঞ্চম
শেষ ওভারের রোমাঞ্চে ৬ ম্যাচ পর জয় পেল উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ