
ইউরোপের পাট চুকিয়ে আর্জেন্টিনায় ফিরে শৈশবের ক্লাবে যোগ দিয়েছেন অ্যানহেল ডি মারিয়া। আর্জেন্টাইন কিংবদন্তির পায়ের জাদু অটুট এখনও। রোসারিও সেন্ট্রালের জার্সিতে মুগ্ধতা ছড়াচ্ছেন ৩৭ বছর বয়সী ডি মারিয়া। বোকা জুনিয়র্সের বিপক্ষে দারুণ এক গোল করে ফের শিরোনামে এই বিশ্বকাপজয়ী উইঙ্গার।
আজ (সোমবার) ভোরে আর্জেন্টিনা প্রিমেরা লিগার ম্যাচে বোকা জুনিয়র্সের মুখোমুখি হয়েছিল স্বাগতিক রোসারিও সেন্ট্রাল। ঘরের মাঠের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে রোসারিও।
ম্যাচের ২০ মিনিটে রদ্রিগো বাত্তাগ্লিয়ার গোলে এগিয়ে গিয়েছিল বোকা। ৪ মিনিট পর দুর্দান্ত এক গোলে রোসারিওকে সমতায় ফেরান ডি মারিয়া। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে দু’দল।
ম্যাচের ফল যাই হোক, ডি মারিয়া আলোচনায় এসেছেন তার গোলের জন্য। এদিন যে সরাসরি কর্নার থেকে গোল করেছেন এই কিংবদন্তি। তার এই গোলের পর পুরো স্টেডিয়াম বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ে।
কর্নার থেকে সরাসরি বল জালে জড়ানোকে বলে অলিম্পিকো গোল। ডি মারিয়া দলের পক্ষে কর্নার নিতে গিয়ে যে শট নিয়েছিলেন, তা অনেকটা বাঁক নিয়ে জালে জড়ায়। বোকার গোলরক্ষক লাফিয়ে বলের লাইনে এসে লাফিয়ে তা ঠেকানোর চেষ্টা করলেও নাগাল পাননি।
চলতি মৌসুমে লিগে এটি ডি মারিয়ার চতুর্থ গোল। তবে তার দলের অবস্থা খুব একটা ভালো না। ৭ ম্যাচে ২ জয় ও ৫ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’তে ৬ নম্বরে আছে রোসারিও। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিভারপ্লেট।
গ্রুপ ‘এ’তে বোকা জুনিয়র্স ৮ ম্যাচে ৩ জয় ও ৪ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।
বাংলাদেশ সময়: ১৫:৪৪:০৫ ২৭ বার পঠিত