বিশ্বকাপজয়ী মার্টিনেজ আসছেন কাল

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপজয়ী মার্টিনেজ আসছেন কাল
রবিবার, ২ জুলাই ২০২৩



বিশ্বকাপজয়ী মার্টিনেজ আসছেন কাল

কদিনের সফরে সোমবার (৩ জুলাই) বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ সফর শেষে তিনি যাবেন ভারতে।

বাংলাদেশে এসে তিনি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করার কথা রয়েছে ‘বাজপাখি’ খ্যাত এই গোলরক্ষকের।

এমনটাই জানিয়েছেন ভারতীয় স্পোর্টস প্রমোটর কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত। তিনিই মার্টিনেজকে নিয়ে আসছেন ভারত ও বাংলাদেশ সফরে।

ফেসবুকে এক স্ট্যাটাসে শতদ্রু লিখেছেন, ‘এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ফুটবল ও আর্জেন্টিনার প্রতি প্যাশনেট একটি দেশের জন্য এটি দারুণ ব্যাপার।’

এর আগে বাংলাদেশে আসার বিষয়টি নিজের ফেসবুকেও নিশ্চিত করেন মার্টিনেজ। সেখানেই সফরের নানা দিক নিয়ে কথা বলেন অ্যাস্টন ভিলার এই গোলকিপার, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমার ভারতীয় উপমহাদেশ সফর শুরু হচ্ছে ৩ জুলাই। এই সফর শুরু হবে বাংলাদেশ থেকে।’

তিনি আরও জানান, ‘সেখানে ফান্ডেডনেপট ও নেপট ভেঞ্চার্সের দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ ও শুভকামনা বিনিময় শেষে কলকাতায় যাব। ভারতে আমার আড়াই দিনের সফর শুরু হবে। এই রোমাঞ্চকর ভ্রমণ নিয়ে আমি উচ্ছ্বসিত। এই সফর থেকে আমি অনেক কিছু শিখব এবং অভিজ্ঞতা নেব।’

বাংলাদেশ সময়: ১৩:০৩:৪১   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬
প্রথমবারের মতো রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট
তুর্কির সঙ্গে ড্র করে বিশ্বকাপের টিকিট পেল স্পেন
অবিশ্বাস্য জয়ে তিন দশক পর বিশ্বকাপে স্কটল্যান্ড
জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান
মোরসালিনের গোলে ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ
লিথুয়ানিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল নেদারল্যান্ডস
স্বাগতিক বাংলাদেশের শুভ সূচনা
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে হলান্ডের নরওয়ে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ