টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩



টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

অবশেষে ক্রিকেটের সঙ্গে আপোষ করেছে বৃষ্টি! কলম্বোর আকাশ এখন পুরোপুরি পরিষ্কার। ২ ঘন্টা দেরিতে অনুষ্ঠিত হয়েছে টস। যেখানে জয় হয়েছে বাবর আজমের। পাকিস্তান অধিনায়ক আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সময় বিকাল ৫ টা ৪৫ মিনিটে মাঠে গড়াবে খেলা। ম্যাচ হবে ৪৫ ওভারের।

এরপর যদি আবারও বৃষ্টি আসে। আর এই ম্যাচে ফলাফল না আসে তাহলে দুই দল সমান এক পয়েন্ট করে পাবে। তাতে দুই দলেরই মোট পয়েন্ট হবে ৩। ফলে নেট রানরেটে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত করবে শ্রীলঙ্কা। অন্যদিকে বৃষ্টিতে কপাল পুড়বে পাকিস্তানের।

এর আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। এরপর জানা যায়, বিকাল ৩ টা ২০ মিনিটে টস হবে। আর নতুন করে বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে টসের ঠিক আধা ঘণ্টা পর অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় বল মাঠে গড়াবে। তবে নির্ধারিত সেই সময়ের আগেই আবারও হানা দেয় বৃষ্টি।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হারিস, আব্দুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও জামান খান।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথা ভেল্লেলেগে, মাহেশ থিকসেনা, প্রামোথ মাদুশান, মাথিশা পাথিরানা।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:০১   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সালাহ’র শেষ সময়ের গোলে জয় পেল মিশর
ব্রাজিলিয়ানের জোড়া গোলে ১১ বছর পর সুপারকাপ নাপোলির
ম্যানইউকে হারিয়ে ভিলার টানা সাত জয়, ইতিহাসের ছোঁয়া
‘জার্মান ফুটবলিং পার্সোনালিটি অব দ্য ইয়ার’ হলেন হ্যারি কেন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড করে সিরিজ জয় নিউজিল্যান্ডের
ভিয়ারিয়ালকে হারিয়ে বছর শেষ করল বার্সেলোনা
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি : আমিনুল হক
বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, খেলার সূচি প্রকাশ
প্রথমবার মেসি বনাম ইয়ামাল
পাঁচ গোলের থ্রিলারে ফিফা ট্রফি জিতল মরক্কো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ