টেকনাফে বিদেশি অস্ত্র-গুলিসহ পাচারকারী আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে বিদেশি অস্ত্র-গুলিসহ পাচারকারী আটক
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪



টেকনাফে বিদেশি অস্ত্র-গুলিসহ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ মো. শহিদ (৩৭) নামে এক অস্ত্র পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক মো. শহিদ টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার সৈয়দ আহমদের ছেলে।

লেফটেন্যান্ট সিয়াম-উল-হক বলেন, ‘টেকনাফের সাবরাংয়ে মিয়ানমার সীমান্ত দিয়ে সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী চক্রের সক্রিয় থাকার তথ্য কোস্টগার্ডের ছিল। চক্রটি পাচার করে আনা অস্ত্র বিভিন্ন ডাকাতদলের কাছে সরবরাহ করতো। শনিবার ভোরে পাচার হয়ে আসা অস্ত্রের একটি চালান জনৈক ব্যক্তির বাড়িতে মজুদের খবর পায় কোস্টগার্ড। পরে কোস্টগার্ডের একটি দল সন্দেহজনক বসতঘরটিতে অভিযান চালায়। এতে কোস্টগার্ড সদস্যরা বাড়িটি ঘিরে ফেললে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। পরে বসত ঘরটি তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় বিদেশি একটি জি-৩ রাইফেল, ৮টি গুলি ও একটি দা পাওয়া যায়।’

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও বলেন, ‘আটক ব্যক্তি একজন চিহ্নিত অপরাধী। তিনি সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ সীমান্ত দিয়ে চোরাচালানের নানা অভিযোগ রয়েছে।’

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট সিয়াম-উল-হক।

বাংলাদেশ সময়: ১৬:০২:০৬   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ভারতীয় আহত
বিচার বিভাগের পূর্ণ প্রশাসনিক স্বায়ত্তশাসনে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্ন : প্রধান বিচারপতি
মিয়ানমারের নৌকায় ধাওয়া, সোয়া ১ লাখ ইয়াবাসহ যুবক আটক
‘প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে ভবিষ্যৎ ভালো হবে না’
প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চট্টগ্রামে সোয়া ৪ কোটি টাকার মদ ও বিয়ার উদ্ধার
খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার : আমীর খসরু
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব
ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ