সামাজিক অবদান রাখতে দেশে ফিরে অভিবাসীদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য

প্রথম পাতা » খুলনা » সামাজিক অবদান রাখতে দেশে ফিরে অভিবাসীদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



সামাজিক অবদান রাখতে দেশে ফিরে অভিবাসীদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য

এক সেমিনারে বক্তারা সর্বসম্মতভাবে উল্লেখ করেছেন যে, দেশে ফিরে আসা অভিবাসীদের সক্ষমতা বৃদ্ধি তাদের পরিবার ও সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার পাশাপাশি সমাজে অবদান রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।

অভিবাসীদেরকে গুরুত্বপূর্ণ রেমিট্যান্স-আয়কারী যোদ্ধা হিসেবে অভিহিত করে-তারা উল্লেখ করেন, তাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ ও অন্যান্য চাহিদা-ভিত্তিক সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।

‘অনানুষ্ঠানিক খাত কর্মসংস্থান পুনরুদ্ধার ও অগ্রগতি (আরএআইএসই)’ প্রকল্পের আওতায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি)-এর কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রকল্প পরিচিতি সেমিনারের আয়োজন করে।

ডিসি মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরএআইএসএ-এর প্রকল্প পরিচালক ড. মাহবুব-উল করিম বক্তব্য রাখেন।

সভায় টাস্ক টিম লিডার আনিকা রহমান, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের (বিএনএসকে) নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিতন কুমার মণ্ডল, নুরুল হাই মুহাম্মদ আনাস ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বক্তব্য রাখেন।

মাল্টিমিডিয়া উপস্থাপনার সময় খুলনা কল্যাণ কেন্দ্রের সহকারী পরিচালক ফসিউল আলম মজুরি উপার্জনকারী কল্যাণ বোর্ড এবং খুলনা কল্যাণ কেন্দ্রের অর্জন সম্পর্কে কথা বলেন। এ সময় তিনি আরএআইএসই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

প্রকল্পের চূড়ান্ত লক্ষ্য হল-অনানুষ্ঠানিক খাতে যুব ও তরুণ ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের মাধ্যমে তাদের সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা।

শিক্ষানবিশ কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের যুবকদের টেকসই কর্মসংস্থানে সম্পৃক্ত করা এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

ড. মাহবুব-উল করিম তার বক্তব্যে বলেন, এ প্রকল্পের আওতায় প্রত্যাবর্তনকারী অভিবাসীদের একীভূত করার জন্য মনো-সামাজিক ও অর্থনৈতিক পরামর্শ প্রদান করা হচ্ছে।

কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য তাদের প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তাও দেওয়া হচ্ছে।

নির্বাচিত দেশে প্রত্যাবর্তনকারীদের প্রত্যেককে নগদ ১৩,৫০০ টাকা ও একটি যোগ্যতা সনদ প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রকল্পের আওতায় স্বদেশে প্রত্যাবর্তনকারীদের একটি সমৃদ্ধ ডাটাবেস প্রস্তুত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:৫০:২৩   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক
শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা: গণশিক্ষা উপদেষ্টা
দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার
ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
হিন্দুদের ভয় দেখিয়ে লাভ নেই, তারাও দাঁড়িপাল্লার পক্ষে এক হয়েছে: গোলাম পরওয়ার
হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের প্রশাসন পাহারা দিচ্ছে: অ্যাটর্নি জেনারেল
কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না: নেতাকর্মীদেরকে দুদু
নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় এক আসামি গ্রেফতার
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ ধরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ