কিশোরগঞ্জে ট্র্যাফিক পুলিশ অফিসে অগ্নিকাণ্ড, নথি পুড়ে ছাই

প্রথম পাতা » কিশোরগঞ্জ » কিশোরগঞ্জে ট্র্যাফিক পুলিশ অফিসে অগ্নিকাণ্ড, নথি পুড়ে ছাই
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫



কিশোরগঞ্জে ট্র্যাফিক পুলিশ অফিসে অগ্নিকাণ্ড, নথি পুড়ে ছাই

জেলা শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত জেলা ট্র্যাফিক পুলিশ অফিসে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অফিসের সম্পূর্ণ স্থাপনা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতের শহরের পুরাতন কোর্ট এলাকার ট্র্যাফিক অফিসে আগুন লাগার বিষয়টি প্রথম দেখতে পান স্থানীয় লোকজন। তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। এ সময় অফিসের ভেতরে ঘুমিয়ে থাকা চারজন ট্র্যাফিক পুলিশ সদস্য ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই তারা অফিস থেকে দৌড়ে বের হতে সক্ষম হন, তাই কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আজ ভোর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এর মধ্যেই অফিসের সমস্ত নথি, আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়ে যায়।

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে প্রথমেই আমাদের তিনটি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে তখন করিমগঞ্জ থেকে আরও দু’টি ইউনিট আনা হয়। আমাদের পাঁচটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের জন্য একটি দল কাজ করছে।

ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করতেও সময় লাগবে।

বাংলাদেশ সময়: ১৬:২২:৪৯   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওড়ের মৎস্যসম্পদ ক্ষতির সম্মুখীন - মৎস্য উপদেষ্টা
ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি : আখতার
কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী ফল মেলা শুরু
দেশের প্রয়োজনে ড. ইউনূসকে সব দলের সহযোগিতা করা উচিত: আবু হানিফ
কিশোরগঞ্জে কৃষক হত্যায় ১৩ জনের যাবজ্জীবন
ইমামদের ২ কোটি ৩১ লাখ টাকা সহায়তা দিল কল্যাণ ট্রাস্ট
কিশোরগঞ্জে ট্র্যাফিক পুলিশ অফিসে অগ্নিকাণ্ড, নথি পুড়ে ছাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ