হুইপ হয়ে এলাকায় ফিরেই জনগণকে যে বার্তা দিলেন মাশরাফী

প্রথম পাতা » খুলনা » হুইপ হয়ে এলাকায় ফিরেই জনগণকে যে বার্তা দিলেন মাশরাফী
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪



হুইপ হয়ে এলাকায় ফিরেই জনগণকে যে বার্তা দিলেন মাশরাফী

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে হুইপ হিসাবে নিয়োগ দিয়েছেন, আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো যেন দায়িত্বটা ঠিক মত পালন করতে পারি। সেই সঙ্গে এই জনপদের মানুষকে ধন্যবাদ জানাই, তাদের ভালবাসাতেই আমি এ পর্যন্ত আসতে পেরেছি। কাজের মাধ্যম দিয়েই নড়াইলের মানুষের সমস্যার সমাধান করে আস্থার প্রতিদান দিবো ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে সার্কিট হাউজে হুইপ নিযুক্ত হওয়ার পর প্রথমবার নড়াইলে এসে নিজের অনুভূতি প্রকাশ করতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাশরাফী।

নড়াইলের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে হুইপ মাশরাফী বেশি সুবিধা পাবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টা আসলে তেমন নয়। এই জনপদের মানুষের ভাগ্যোন্নয়নে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি মেগা প্রকল্প দিয়ে দিয়েছেন। যেগুলো বাস্তবায়ন করা জরুরি। বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে দৃশ্যমান হবে সেগুলো। আরও যা কিছু এলাকার মানুষের জন্য প্রয়োজন, সেগুলো নিয়ে কাজ করবো যেন ভবিষ্যতে সেগুলো বাস্তবায়িত হয়।

হুইপ নিযুক্ত হওয়ায় দায়িত্বও বেড়ে গেছে, সেক্ষেত্রে খেলার থেকে অবসরে গেলেন কি না? এমন প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, খেলা আমার প্যাশন- সেটা সবসময় বলেছি। এই বিষয়টিতে আমার নিজের মত করেই সিদ্ধান্ত নিবো। আসলে মিডিয়াতে বিষয়টি নিয়ে এখনই বলার উত্তম সময় নয়।

এর আগে বৃহস্পতিবার সকালে তারকা ক্রিকেটার, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা লাল সবুজের পতাকাবাহী গাড়িতে প্রথমবার নড়াইল সার্কিট হাউজে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহা. মেহেদী হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রটোকল অনুযায়ী, রাষ্ট্রীয় সালাম গ্রহণ শেষে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে রচিত ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে টুঙ্গিপাড়ায় যাত্রা করেন।

বাংলাদেশ সময়: ১৫:০২:২৬   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরও গতিশীল করার আহ্বান উপদেষ্টার
খুলনায় কৃষি দপ্তর আয়োজিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
খুলনায় একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীরকে স্মরণ
খুলনা শিপইয়ার্ডে ৩টি ডাইভিং বোট কমিশনিং করেছেন নৌবাহিনী প্রধান
মেহেরপুর সীমান্তে আবারও নারী শিশুসহ ৮ জন পুশ-ইন
বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালন
নড়াইলে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা
সুন্দরবনে বনদস্যু আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
খুলনায় ৫৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ